Skip to main content

Bangla Song Lyrics বাংলা গানের লিরিক্স

ও সাথীরে তুমি ছাড়া ভাল লাগেনে O Sathire Tumi Chara Valo Lagena Song Lyrics Bangla Ganer Lyrics


ও সাথিরে..
তুমি ছাড়া ভাল লাগে না
ও সাথিরে..
তুমি ছাড়া ভাল লাগে না
তুমি যে আমারি
শুধু যে আমারি
চির দিন কাছে থাকো না

ও সাথিরে..
তুমি ছাড়া ভাল লাগে না
তুমি যে আমারি
শুধু যে আমারি
চির দিন কাছে থাকো না
ও সাথিরে..
তুমি ছাড়া ভাল লাগে না

O Amar Bondhu Go Chiro Sathi  ও আমার বন্ধু গো চির সাথী পথ চলার Bangla All Song Lyrics Bangla Ganer Kotha



ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার
এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান
তুমি আমারই বলবো শতবার
হাত দু’টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আর
শুনবো না কারো কথা যে আর
মন্দ বলুক সমাজ
তুমি আমারই, হায়, বলবো শতবার
ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার,
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার

Onek Shadhonar Pore Ami Pelam Tomar Mon  অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন


অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন;

তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি , ভালোবাসি, ভালোবাসি তোমাকে ;

অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।

বিধাতা আমাকে তোমার জন্যে গড়েছে আপন হাতে,
জীবনে মরণে , আধারে – আলোতে থাকবো তোমার সাথে ;

তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি , ভালোবাসি, ভালোবাসি তোমাকে ।

অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।

যাবেনা কখনও ফুরিয়ে যাবে না – আমার ভালোবাসা ;
তোমাকে পেয়েছি – পেয়েছি আবারো বাচার নতুন আশা ;

তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি , ভালোবাসি, ভালোবাসি তোমাকে ।

অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন

পেলাম খুজে এভূবনে আমার আপনজন।


Tumi Mor Jiboner Vabona Lyrics | তুমি মোর জীবনের ভাবনা


তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা........
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
দুঃখ সুখের পাখি তুমি
তোমার খাঁচায় এই বুক....
সারা জীবন নয়ন যেন
দেখে তোমার এই মুখ
কন্ঠে আমার দাও পরিয়ে
সোহাগের মিলন মালা.....
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
ভালোবাসার নদী তুমি
আমি তোমার দুই কুল
পাগল তুমি ফোটাও যে ফুল
আমি তোমার সেই ফুল
প্রেমের তরে সইবো বুকে
লক্ষ কাঁটার জ্বালা........
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
হুম ... হুম ... হম ...

লা লালা লালা লালা

Amar Moto Ato Sukhi Noyto Karo Jibon Song Lyrics আমার মতো এতো সুখী নয়তো কারো জীবন


আমার মতো এতো সুখি
নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালোবাসায়
জড়ানো মায়ার বাঁধন
জানি এ বাঁধন ছিড়ে গেলে কভু
আসবে আমার মরন

আমার মতো এতো সুখি
নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন

বুকে ধরে যতো ফুল ফুটালাম
সে ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পারিহাস এরি নাম

বুকে ধরে যতো ফুল ফুটালাম
সে ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পারিহাস এরি নাম
কেনো নিয়তির কাছে বারে বারে
হেরে যায় মানুষ এমন
আমার মতো এতো সুখি
নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন

চারিদিকে নির্রাশার বালুচর
কি আশায় বেধেছি এ খেলা ঘর
স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়

চারিদিকে নির্রাশার বালুচর
কি আশায় বেধেছি এ খেলা ঘর
স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়
কেনো মমোতার টানে কেঁদে মরে
বেদনার কথা এখন

আমার মতো এতো সুখি
নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালোবাসায়
জড়ানো মায়ার বাঁধন

জড়ানো মায়ার বাঁধন



E Jibon Keno Eto Rong Bodlai Lyrics In Bangla Font এ জীবন কেন এত রং বদলায়


এ জীবন কেন এত রং বদলায়
কখনো কালোমেঘ,
কখনো ঝড়োবেগ
কখনো প্রেমের আবেগ এসে
নিজেকে.. জড়ায়
এ জীবন কেন এত রং বদলায়

যা দেখি মনে ধরে রাখি
যা দেখিনা পথ চেয়ে থাকি
যতই সুখ চাই ততই ব্যথা পাই,
জানিনা জীবন গিয়ে কোথায় দাঁড়ায়
এ জীবন কেন এত রং বদলায়
এ জীবন কেন এত রং বদলায়

স্মৃতিরা কেন পিছু ডাকে
না পাওয়ারই ব্যথা ছবি আঁকে
যতই ফিরে চাই, কোথাও কিছু নাই
ফেলে আসা দিনগুলো আমারে কাঁদায়

এ জীবন কেন এত রং বদলায়
কখনো কালোমেঘ,
কখনো ঝড়োবেগ
কখনো প্রেমের আবেগ এসে
নিজেকে… জড়ায়
এ জীবন কেন এত রং বদলায়

এ জীবন কেন এত রং বদলায়


Manush To Khelna Noy Bd Song Lyrics মানুষ তো খেলনা নয়


মানুষ তো খেলনা নয়,
মানুষ তো খেলনা নয়
মানুষ তো খেলনা নয়
মানুষ তো খেলনা নয়
বাঁচবে মরবে যুদ্ধু করবে এ...
বাঁচবে মরবে যুদ্ধু করবে
এটাইতো তার পরিচয়
এটাইতো তার পরিচয়
মানুষ তো খেলনা নয়
মানুষ তো খেলনা নয়
মানুষ তো খেলনা নয়
মানুষ তো খেলনা নয়
আজ যা মন্দ কাল তাই ভাল
এখানে অন্ধকার ওখানে আলো
যা হবার হউক যে যাই বলুক
একদিন আসবে সেই সুসময়
আজ যা মন্দ কাল তাই ভাল
এখানে অন্ধকার, ওখানে আলো
যা হবার হউক, যে যাই বলুক
একদিন আসবে সেই সুসময়
একদিন আসবে সেই সুসময়
মানুষ তো খেলনা নয়
মানুষ তো খেলনা নয়
মানুষ তো খেলনা নয়
মানুষ তো খেলনা নয়
বাঁচবে মরবে যুদ্ধু করবে এ...
বাঁচবে মরবে যুদ্ধু করবে
এটাইতো তার পরিচয়
এটাইতো তার পরিচয়
মানুষ তো খেলনা নয়
মানুষ তো খেলনা নয়
মানুষ তো খেলনা নয়
মানুষ তো খেলনা নয়
আজ যা মিথ্যে আজ যা ভুল
কাল কে সত্তের ফুটবে ফুল
তাই বলে যাই কোন ভয় নাই
সবশেষে একবার হবেই তো জয়
আজ যা মিথ্যে আজ যা ভুল
কাল কে সত্তের ফুটবে ফুল
তাই বলে যাই কোন ভয় নাই
সবশেষে একবার হবেই তো জয়
সবশেষে একবার হবেই তো জয়
মানুষ তো খেলনা নয়
মানুষ তো খেলনা নয়
মানুষ তো খেলনা নয়
মানুষ তো খেলনা নয়
বাঁচবে মরবে যুদ্ধু করবে এ...
বাঁচবে মরবে যুদ্ধু করবে
এটাইতো তার পরিচয়
এটাইতো তার পরিচয়
মানুষ তো খেলনা নয়
মানুষ তো খেলনা নয়
মানুষ তো খেলনা নয়

মানুষ তো খেলনা নয়


Premer Somadhi Venge Song Lyrics প্রেমের সমাধি ভেঙে পাখি যায় উড়ে যায়



চলে যায়
প্রানের পাখি চলে যায়
পিঞ্জর ভেঙ্গে চলে যায়

প্রেমের সমাধি ভেঙ্গে
মনের শিকল ছিঁড়ে
পাখি যায় উড়ে যায়
তোমায় পাবোনা জানি
শুধু চোখের পানি
দিয়ে গেলে আমায়

খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না
বনেরও পাখি বনের মায়া ছাড়ে না
পাখি যায় উড়ে যায়
প্রেমের সমাধি ভেঙ্গে
মনের শিকল ছিঁড়ে
পাখি যায় উড়ে যায়
আমার হৃদয় ভেঙ্গে যায়

ফুল ফুটেছিল মনেরও বাগিচায়
পানি বিনা পাপড়ি সবই ঝরে যায়
কোন অপরাধে
আমার প্রেমের তরী
অকূলে ভাসালে

আমি ছিলাম তোমার
চোখের মনি
কেনো আঁধারে ডুবালে?
তুমি যাও চলে যাও
শুধু স্মৃতি রেখে যাও
তোমার স্মৃতি স্মরণে
বেঁচে রব জীবনে
আমি চোখের জলে
আমার হৃদয় ভেঙ্গে যায়

তীর ভাঙ্গা ঢেউ আমি নীড় ভাঙ্গা ঝড়
উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর
চেয়ে ছিলাম আমি হৃদয়ে তোমার
সুখের প্রদীপ জ্বালাবো

সুখে যদি থাকো
আমি শত দুঃখে হেসে যাবো
তুমি যাও চলে যাও
শুধু স্মৃতি রেখে যাও
প্রেমের সমাধি ভেঙ্গে
মনের শিকল ছিঁড়ে
পাখি যায় উড়ে যায়
তোমায় পাবোনা জানি
শুধু চোখের পানি
দিয়ে গেলে আমায়

Comments

  1. A good website for bangla song lover. You can easily get a bangla song lyrics . You want to know Like BD Results Blog, Jobs Blog pls visit here..

    ReplyDelete
  2. বাহ অনেক সুন্দর তো!
    অনেক ভাল লাগলো। আশা করি আপনি একদিন সফল হবেন।
    শুভ কামনা রইলো।

    You are welcome to visit my popular post:
    SLOW AND STEADY WINS THE RACE

    ReplyDelete
  3. সত্যিই অসাধারণ হয়ছে



    আমাদের দুইটি সাইটে আপনি,
    Comment BackLink করতে চাইলে
    করতে পারেন !
    আমার সাইটের নাম

    www.webangali.com


    www.bd-express.top

    ReplyDelete
  4. আমাদের সাইটে Comment backlink করতে চাইলে,
    নিচের লিংকে ক্লিক করে ঘুরে আসুন আমাদের সাইটে।
    https://mytecbd.com/


    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ,হাই আমি রিয়া, আমি টাকার বিনিময়ে ফোনে অডিও, ও ভিডিও কলে কাজ করে থাকি,যোগাযোগ করবেন WhatsApp, imo,messages নাম্বার 01743881315 ফোন করে সব কনফার্ম করবেন, ধন্যবাদ

    টাকা পাঠানোর নিয়ম, বিকাশ, রকেট, নগদ পারসোনাল নাম্বারে ওকে।




    ,হাই আমি রিয়া, আমি টাকার বিনিময়ে ফোনে অডিও, ও ভিডিও কলে কাজ করে থাকি,যোগাযোগ করবেন WhatsApp, imo,messages নাম্বার 01743881315 ফোন করে সব কনফার্ম করবেন, ধন্যবাদ

    টাকা পাঠানোর নিয়ম, বিকাশ, রকেট, নগদ পারসোনাল নাম্বারে ওকে।






    ,হাই আমি রিয়া, আমি টাকার বিনিময়ে ফোনে অডিও, ও ভিডিও কলে কাজ করে থাকি,যোগাযোগ করবেন WhatsApp, imo,messages নাম্বার 01743881315 ফোন করে সব কনফার্ম করবেন, ধন্যবাদ

    টাকা পাঠানোর নিয়ম, বিকাশ, রকেট, নগদ পারসোনাল নাম্বারে ওকে।

    ReplyDelete
  7. Thanks for sharing such detailed insights. I learned a lot and look forward to implementing these ideas.Visit this site canuckle word for more informative content.Wow, this game has made me realize how much I didn’t know about Canadian terms. Canuckle is a fun way to dive into Canadian culture!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Khulna Online Shop List

Famous Online Shopping Site in Khulna Website List. 1. এন শপ ডট কম ডট বিডি 57/1 Rupsha Stand Road, Rupsha Traffic More Khulna. Mobile- 01611123454-01611123451 Website:https://www.nshop.com.bd/ 2.  রুচিশীল ডট কম Office: House No #180, Road No #12, 1st Phase Sonadanga R/A, Khulna 9100 Phone: +880 1970652595 Website: www.ruchishil.com Email: contact@ruchishil.com 3.  গুডস খুলনা   Office: 48, Ahsan Ahmed Road, Khulna-9100, Bangladesh। Mobile: +880 1700 791 800 Email (sales) : sales@goodskhulna.com 4.  দারুন ডট কম  Office: দারুন ট্রেডিং #২ সোনাডাঙ্গা মেইন রোডবাইতুন নূর শপিং সেন্টার এর (দক্ষিণ পাশে), নিউ মার্কেট, খুলনা।মোবাইলঃ 01719 78 69 84 01735 22 88 55, info@darun.com.bd 5.  খুলনা সার্ভিস Office:Ground floor, House:#197, Road:#13, Nirala R/A, Khulna, Bangladesh. Email: support@khulnaservice.com,Phone 01711423333 6.  খুলনা অনলাইন মার্ট  Mobile: 01304897974, Mail: khulnaonlinemart@gmail.com

O Sathire Tumi Chara Valo Lagena ও সাথীরে তুমি ছাড়া ভালো লাগেনা

ও সাথী রে... তুমি ছাড়া ভালো লাগেনা ও সাথী রে... তুমি ছাড়া ভালো লাগেনা তুমি যে আমারি শুধু যে আমারি চির দিন কাছে থাকো না ও সাথী রে... তুমি ছাড়া ভালো লাগেনা ও সাথী রে... তুমি ছাড়া ভালো লাগেনা তুমি যে আমারি শুধু যে আমারি চির দিন কাছে থাকো না O Sathire Tumi Chara Valo Lagena